দৈনিক খবর

ঢাকায় পৌঁছেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

১৪ জানুয়ারি শুরু হয়েছে ‘একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এ উপলক্ষে ঢাকায় এসেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার নির্মিত ‘এবং ছাদ’ সিনেমাটি আজ (১৬ জানুয়ারি) বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে। এ কারণেই এবার তার এপার বাংলায় আসা।

জানা গেছে, ছবি প্রদর্শনীর সময় উপস্থিত থাকবেন শ্রীলেখা। প্রদর্শনী শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি। জানাবেন ছবি নির্মাণের নানা বিষয়। আর আগে ডিসেম্বরে অনুষ্ঠিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়নি শ্রীলেখা পরিচালিত সিনেমাটি। তিনি নিজেও কোনো আমন্ত্রণ পাননি। বিষয়টা নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

মূলত, শ্রীলেখা বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন। এর জেরে তার ছবি জায়গা পায়নি উৎসবে। তাকেও আমন্ত্রণ জানানো হয়নি উৎসবে।

এদিকে শ্রীলেখার হাতে এখন তেমন কোনো কাজ নেই। ঘরে বসে বিভিন্ন বিষয়ে মানুষের সমালোচনা করে খবরের শিরোনাম হন। কেউ কেউ এটাকে ভালোভাবে নেন। আবার অনেকে নেতিবাচকভাবে দেখেন।

Related Articles

Back to top button