Countrywideদৈনিক খবর

মৃত্যুর সময়ে জীবনের শেষ ইচ্ছাটা শেষ ইচ্ছা পূরণ হলো ডা. জাফরুল্লাহ চৌধুরীর

গতকাল থেকে বাংলাদেশের মিডিয়াতে একটি খবর চরয়েছে ব্যাপক হরে। আর সেই খবরটি হলো দেশের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী আর নেই। না ফেরার দেশে পারি জমিয়েছেন তিনি। অসুস্থতার শুরুতে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী চার দিন আগে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হন। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়। কিন্তু দেশের বাইরে উন্নত চিকিৎসার কোনো আগ্রহ দেখাননি।

তার শেষ ইচ্ছা গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়ে মৃত্যুবরণ করা।

সোমবার (১০ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, তাকে নিয়ে আমরা খুবই চিন্তিত। চারদিক থেকে সব রকমের চেষ্টা চলছে; কিন্তু অবস্থার উন্নতি হচ্ছে না। আমরা ভালো চিকিৎসার জন্য স্যারের ইচ্ছার বিরুদ্ধে কিছু করছি না। করোনার সময় তার অবস্থা এখনকার চেয়ে খারাপ ছিল। তবে তিনি জনস্বাস্থ্যের বাইরে কোনো চিকিৎসা নেবেন না। চিকিৎসার জন্য দেশের বাইরেও যাবেন না, এটাই তার শেষ কথা।

প্রসঙ্গত, এ দিকে তার ইচ্ছা অনুযায়ী তাকে করা হবে না দাফন। তিনি দেন করে গেছেন নিজের দেহ। আর এই কারণে তার দেহ রাখা হয়েছে বারডেম হাসপাতালের হিম ঘরে।

Related Articles

Back to top button