দৈনিক খবর

দারুণ খুশি হয়েছেন মেসি!

বিশ্বকাপ জয়ের উৎসব শেষে পিএসজিতে ফিরেছেন মেসি। প্যারিসে দারুণভাবেই বরণ করে নেওয়া হয়েছে তাঁকে। সতীর্থেরা তাঁকে দিয়েছেন গার্ড অব অনার। আর এতে দারুণ খুশি হয়েছেন মেসি!

বিশ্বকাপজয়ী ফুটবলার বলে কথা! শুধু ফুটবলারই নন, বিশ্বকাপজয়ী অধিনায়কও। গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামেননি মেসি। বিশ্বকাপ জয়ের উৎসব শেষ না হতেই চলে এল বড়দিন। বিশ্বকাপ জিতেই বড়দিন—সেই উৎসবটাও উদ্দামই হয়েছে। এরপর নববর্ষ। সব মিলিয়ে পিএসজিতে এসেই খেলার মতো অবস্থায় নেই।

পূর্ণোদ্যমে অনুশীলন শুরু করার আগে মেসি নেমেছেন হালকা অনুশীলনে। শরীর আর মনকে স্থির করারই সেই অনুশীলন। আর সেটি করেই শুরু করবেন পরিপূর্ণ অনুশীলন। আজ ফ্রেঞ্চ কাপে পিএসজি মাঠে নামবে শাতেরুর বিপক্ষে, যেটিতে খেলবেন না মেসি।

কোচ ক্রিস্তফ গালতিয়েরের সঙ্গে প্রয়োজনীয় আলাপ সেরেছেন। লক্ষ্য স্থির করেছেন কবে খেলতে নামবেন। আপাতত নিজেকে মানসিকভাবে আরেক লড়াইয়ের জন্য তৈরি করছেন আর্জেন্টাইন তারকা, ‘আমি এখন নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করছি। সেই অনুশীলনটা ভালোই হচ্ছে। ছন্দ ফিরে পেয়ে ম্যাচ খেলার অবস্থায় নিজেকে নিয়ে যেতে চাচ্ছি।’

পিএসজিতে সতীর্থদের সংবর্ধনায় আপ্লুত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ফরাসি পত্রিকা লে’কিপকে বলেছেন, ‘আমি পিএসজির সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে তারা যেভাবে স্বাগত জানিয়েছে, যেভাবে বরণ করে নিয়েছে, আমি সত্যিই খুব খুশি হয়েছি।’

রোববার রাতে লেঁসের বিপক্ষে ৩–১ গোলে হেরে গিয়েছিল পিএসজি। সে ম্যাচে মেসি, নেইমার না থাকলেও এমবাপ্পে খেলেছিলেন। ফরাসি তারকাকে অবশ্য শাতেরুর বিপক্ষেও পাচ্ছে না পিএসজি। প্রথম ম্যাচে স্ত্রাসবুর্গের সঙ্গে জিতলেও লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিশ্বকাপজয়ী ফুরফুরে মেসিকে এখন দ্রুতই দরকার পিএসজির।

Related Articles

Back to top button