Nationalদৈনিক খবর

পদ্মা সেতুতে বন্ধ, ঈদে মোটরসাইকেলের জন্য আলাদা ব্যবস্থার কথা জানালেন স্বরাষ্টমন্ত্রী

সামনেই আসতে চলেছে পবিত্র ঈদুল ফিতর। প্রতিবারের মতো এবারের ঈদেও ঈদযাত্রায় মানুষ যেন ভোগান্তিতে না পরে এবং নির্বিঘ্নভাবে যেন ঈদ করতে পারে তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। তবে মোটর সাইকেলে চলাচল নিয়ে এখনো সেই আগের অবস্থানে সরকার।

আসন্ন ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নিয়ম মেনে পদ্মা সেতু দিয়ে অন্য যানবাহন চলাচল করবে। কিন্তু বাইক চলতে পারে না।

তিনি আরও বলেন, যেহেতু আমরা পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে দিচ্ছি না, তাই বিকল্প হিসেবে ফেরি থাকবে। যার মধ্য দিয়ে শুধু মোটরসাইকেল পারাপার হবে।

বুধবার রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার বিষয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ঈদের তিন দিন আগে মহাসড়কে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক ও দীর্ঘ যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের পরদিন থেকে নির্মাণসামগ্রীবাহী ট্রাক ও লম্বা যানবাহন চলাচল করতে পারবে বলেও জানান তিনি।

ঈদের ছুটিতে অর্থাৎ ১৯, ২০ ও ২১ এপ্রিল শিল্পাঞ্চলে ব্যাংকের শাখা খোলা থাকবে।

উল্লেখ্য, পদ্মা সেতুতে এবারের ঈদেও মোটর সাইকেল উঠতে অনুমতি দেওয়া হয়নি। তবে মহা সড়কে মোটর সাইকেল চলবে এমনটা জানা গিয়েছে সেই সাথে পদ্মা সেতুর বিকল্প হিসেবে ফেরিতে পারাপার করা যাবে মোটর সাইকেল

Related Articles

Back to top button