দৈনিক খবর

পদত্যাগ করলেন মসজিদ আল-হারামের ইমাম, জানা গেল কারণ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার পবিত্র মসজিদ আল-হারামের ইমাম ও খতিব একটি বিশেষ কারণে পদত্যাগ করেছেন। এই ডক্টরেট ডিগ্রিধারী ইমামের নাম সৌদি আল শুরেইম। অবশ্য তিনি তার ইমামের পদটি ত্যাগ করেছেন কয়েক সপ্তাহ আগে। কিন্তু এতদিন বিষয়টি অপ্রকাশিত থাকলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এসেছে। হারামাইন শরিফাইন ও উম্মিদ নিউজের প্রকাশিত খবরে এমনটাই জানা গেছে।

৩২ বছর ধরে মসজিদ আল-হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করার পর শেখ শুরেইম ২০২২ সালের শেষের দিকে পদত্যাগ করেন।

কয়েক বছর আগেও মসজিদ আল-হারামের দুই ইমাম বিখ্যাত ছিলেন। তাদের একজন শায়খ আব্দুল রহমান আল সুদাইস। আর অন্যজন হলেন শেখ সৌদ আল শুরেইম। রমজান মাসে তারা তারাবির নামাজ পড়তেন।

খবরে বলা হয়, ব্যক্তিগত কারণে শেখ শুরেম পদত্যাগ করেছেন। তবে মসজিদ আল-হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তিনি সাময়িকভাবে তারাবির নামাজের ইমামের দায়িত্ব পালন করতে পারবেন।

দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি শেখ শুরেমের পদত্যাগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। যদিও জেনারেল প্রেসিডেন্সিকে আগে কখনো এ ধরনের ঘটনা নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি।

মসজিদ আল-হারাম (গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত) সৌদি আরবের মক্কায় অবস্থিত। এটি ইসলামের সবচেয়ে পবিত্র মসজিদ হিসাবে বিবেচিত এবং এটি বার্ষিক হজ তীর্থযাত্রার স্থান। মসজিদটি কাবাকে ঘিরে রয়েছে, এটি একটি সুন্দর স্থাপত্যশৈলীর কাঠামো যা ইসলামের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। মসজিদ আল-হারাম কয়েক বছর ধরে বেশ কিছু সংস্কারের মধ্য দিয়ে গেছে, যার কারণে লক্ষ লক্ষ মুসল্লীদের থাকার ক্ষমতা বাড়িয়েছে।

Related Articles

Back to top button