দৈনিক খবর

কিশোরকে টে’নে-হিঁ’চ’ড়ে এক কিলোমিটার নিয়ে গেলো প্রা’ইভে’টকার

গাড়ির নিচে চাপা পড়ার পর এক শিশুকে এক কিলোমিটার পর্যন্ত টে;নেহিঁ;চড়ে নিয়ে গেছে একটি গাড়ি। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এ ঘটনা। শুক্রবার সন্ধ্যায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে এ ঘটনা ঘটেছে। ভারতীয় গনমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।

ভারতীয় একাধিক গনমাধ্যম সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর নাম কেতন কুমার। বয়স ১৫ বছর।ভা;ইরা;ল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার মোড়ে বাঁক নেওয়ার সময় হঠাৎ গাড়িটির পেছনে ওই কিশোরের পা আ;ট;কে যায়।

এরপর তাকে টে;নেহিঁ;চড়ে নিয়ে যায় ওই গাড়িটি।এ সময় আশপাশের মানুষ চিৎকার করে ওই গাড়ির চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। তবে তিনি কারও ডাক শোনেননি।

পরবর্তীতে প্রায় এক কিলোমিটার দূরে যাওয়ার পর একটি মার্কেটের সামনে গাড়ি থামাতে বাধ্য হন চালক। পরে তাকে ধরে মা;রধ;র করে জ;খ;ম করেন স্থানীয়রা।

গা;ড়ি;টিও ভা;ঙ;চুর করা হয়। পুলিশ জানিয়েছে, হিঁ;চ;ড়ে নিয়ে যাওয়া ওই শিশু এখন হাসপাতালে ভর্তি। মা;রা;ত্ম;কভাবে আহত হয়েছে শিশুটি।

Related Articles

Back to top button