খেলাধুলাদৈনিক খবর

আইপিএলে না খেলার কারণ জানালেন সাকিব

এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষেই সাকিব আল হাসানের উড়াল দেওয়ার কথা ছিল আইপিএলে। কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে তাকে সেভাবেই অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। কিন্তু হুট করেই জানা গেলো সাকিব পুরো আইপিএল থেকেই নিজের না সরিয়ে নিয়েছেন। তার বদলি হিসেবে ইতোমধ্যে জেসন রয়কে দলেও ভিড়িয়েছে কোলকাতা।

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে পাওয়া গেলো সাকিবকে। আইপিএল থেকে নাম সরানোরর প্রশ্নে সাকিব জানালেন পারিবারিক কারণের কথা। আইপিএল খেলতে না পারায় মন খারাপ কীনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাহ। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর যেহেতু। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।’

অবশ্য টুর্নামেন্টের শুরু থেকেই আইপিএল খেলতে সাকিব অনাপত্তিপত্র চেয়েছেন বোর্ডের কাছে। কিন্তু জাতীয় দলের খেলার সময় কোনোভাবেই অনাপত্তিপত্র না দেওয়ার নীতিতে অনড় ছিল বিসিবি। আর এতে করে সাকিবের আইপিএলে খেলার সুযোগ কমে আসছিল আরও। কারণ মে মাসে আবার আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সবমিলিয়ে মাত্র কয়েকটা ম্যাচের জন্য অ্যাভেইলএবল সাকিব।

এমন সমীকরণে সাকিব নিজেই আইপিএল থেকে নাম সরান। আজ জানা গেলো পারিবারিক কারণেই খেলা হচ্ছে না তার। আইপিএল না খেললেও মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার কথা রয়েছে। যদিও সাকিব নিজে অবশ্য বলছেন, ‘সময়ই জবাব দেবে।’

Related Articles

Back to top button