Nationalদৈনিক খবর

রাজধানীতে হঠাৎ সতর্ক অবস্থানে পুলিশ, থানায় এসেছে জরুরি নির্দেশনা

চলছে পবিত্র মাহে রমজান এবং এই রমজান এর মধ্যেই দেখা যাচ্ছেন নানা ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটে চলেছে রাজধানী ঢাকায়। প্রতিদিনই মোবাইল, মোটরসাইকেল, টাকা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। রমজান শুরুর মাত্র এক সপ্তাহে চুরি-ছিনতাইসহ বিভিন্ন ধরনের প্রায় অর্ধশতাধিক অপরাধ সংঘটিত হয়েছে। এগুলো নিয়ন্ত্রণে এ বছর রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিশেষ করে রমজান শুরুর আগেই লুটেরা, অগ্নি পার্টি ও মলম পার্টির সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে। নগরজুড়ে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।

ডিএমপি ও এর বিভিন্ন থানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তার জন্য ডিএমপির ৫০টি থানা কাজ করছে। সাদা পোশাকের পুলিশ রাস্তাঘাটে এবং বিভিন্ন শপিংমলে দলবাজ, দলবাজ, চোর-ডাকাত ধরতে নিয়োজিত রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএমপির ৫০টি থানায় সাত হাজারের বেশি পুলিশ সদস্য কাজ করছেন। থানায় প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া শপিংমলে আগত নারী ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন নারী পুলিশ সদস্যরা। রাজধানীর বিভিন্ন শপিংমল বা মার্কেটে যেমন সন্দেহভাজনদের তল্লাশি চালানো হচ্ছে, তেমনি সড়কে তল্লাশি পোস্টও বসানো হয়েছে। মানুষ যাতে ভ্রমণ ও কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে জন্য পুলিশ চেষ্টা করছে।

রমজান শুরুর আগে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় হয়। রোজার শুরু থেকেই বিভিন্ন বাজারে বিশেষ দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

উল্লেখ্য, রমজান মাস এলেই রাজনীতে নেতিবাচক কর্মকান্ডের উপদ্রব কিছুটা বেড়ে যায় চুরি ছিনতাই সহ নানা ধরণের কর্মকান্ড ঘটিয়ে থাকে দুস্কৃতিকারীরা এবং এই কর্মকান্ডের কারণে ক্ষতির মুখে পরে যায় সাধারণ মানুষ।

Related Articles

Back to top button