দৈনিক খবর

এবার চঞ্চল চৌধুরীর স্ত্রীর চরিত্রে অফার পেয়ে খুশিতে আত্মহারা মনামী ঘোষ

সম্প্রতি মৃণাল সেনের মৃত্যুদিনে এবার সেই জল্পনাতেই শিলমোহর দিলেন সৃজিত মুখার্জী। মৃণাল সেনের বায়োপিক বানানোর কথা জানানোর পাশাপাশি এদিন সেই বায়োপিকে চঞ্চল চৌধুরীকে কাস্ট করার কথা জানিয়ে দেন সৃজিত।

এই ছবিতে চঞ্চল চৌধুরীর স্ত্রীর চরিত্রে মনামী ঘোষ। অথ্যাৎ মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামীকে। গত ৩০ ডিসেম্বর, ট্যুইটারে একটি পোস্টার শেয়ার করেছেন সৃজিত। সেই পোস্টারে দেখা যাচ্ছে, রাস্তায় বসে মৃণাল সেন। ক্যাপশনে সৃজিত লেখেন, ‘যেদিন আপনি আপনার এই এল ডোরাডো চিরতরে ছেড়ে গিয়েছেন, কিছু আপডেট…’।

ট্যুইটারে শেয়ার করা পোস্টার থেকেই স্পষ্ট মৃণাল সেনের বায়োপিকের নাম ‘পদাতিক’। আর এই বায়োপিকে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীকে কাস্ট করার কথা জানিয়ে দেন সৃজিত। ২০২৩ সালেই মুক্তি পাবে এই ছবি। চঞ্চল চৌধুরীর বিপরীতে দেখা যাবে মনামীকে।

এই সিনেমায় চঞ্চল চৌধুরীর স্ত্রীর চরিত্রে অফার পেয়ে খুশিতে আত্মহারা মনামী। শুরু করে দিয়েছেন ছবির প্রিপারেশনও। অল্প থেকে বৃদ্ধ বয়স অবধি দেখা যাবে তাকে। প্রসেস্থিক মেকআপও হবে বলে জানা যায়। এই ছবি প্রযোজনা করবে ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন। যিনি ‘অপরাজিত’ ছবির প্রযোজনা করেছিলেন।

২০১৮-র ৩০ ডিসেম্বর এই দুনিয়া ছেড়ে বিদায় নেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। ২০২২-এর ৩০ ডিসেম্বর তার মৃত্যু বার্ষিকীতেই মৃণাল সেনের বায়োপিকের কথা ঘোষণা করলেন পরিচালক সৃজিত। খুব সম্ভবত নতুন বছরের গোড়ার দিকে ‘পদাতিক’-এর শ্যুটিং শুরু করবেন পরিচালক।

Related Articles

Back to top button