দৈনিক খবর

তীব্র শীতে কাঁপছে দিল্লি, ৩ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

গত কয়েক দিন ধরেই ভারতের রাজধানী দিল্লিতে কমছিল তাপমাত্রা। তবে আজ বৃহস্পতিবার ৫ জানুয়ারি সকালে তা নামল সব চেয়ে নিচে। চলতি মৌসুমে এখনো পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা আজই দেখা গেছে দিল্লিতে। ৩ ডিগ্রি সেলসিয়াস। আর তাপমাত্রা এতটা কমতেই ঠাণ্ডায় জবুথবু রাজধানীর বাসিন্দারা।

এর আগে গত মঙ্গলবার ৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার ৪ জানুয়ারি তা কমে ৪ দশমিক ৪ ডিগ্রির ঘরে নামে। আজ বৃহস্পতিবার তাপমাত্রা আরো কমে ৩ ডিগ্রিতে এসেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে রয়েছে তীব্র কুয়াশার দাপট। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লির কোনো কোনো এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কাছাকাছি অবস্থান করছিল।

এদিকে আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও তার আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

Related Articles

Back to top button