দৈনিক খবর

পুলিশ-বিএনপির তুমুল সংঘর্ষ, রণক্ষেত্র চট্টগ্রাম

আজ বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটকও পুলিশ। আজ সোমবার ১৬ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষে ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। পরে পুলিশ কাজির দেউড়ি ও আশেপাশের এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করেছে। এদিন বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার ১৬ জানুয়ারি বিকেলে বিক্ষোভ মিছিলের আয়োজন করে নগর বিএনপি।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরীর নূর আহমদ সড়‌কে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএন‌পির বিক্ষোভ সমা‌বেশ চলাকালে কাজির দেউড়ি মোড়ে একটি মিছিল আসার পথে পুলিশি বাধার মুখে পড়ে। এরপরই পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সমাবেশটি পণ্ড হয়ে যায়।

Related Articles

Back to top button