দৈনিক খবরসারাদেশ

তারাবির নামাজে এতিম শিক্ষার্থীরা, ফাঁকা মাদরাসায় দুর্বৃত্তের হামলা

এবার বাগেরহাটের মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ১০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা পার্শ্ববর্তী টাউন মসজিদে তারাবির নামাজ পড়তে গেলে ফাঁকা মাদরাসায় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ঘণ্টাব্যাপী তাণ্ডবে মাদরাসার শিক্ষার্থীদের পোশাক, লেপ, তোষক, ট্রাংক, দুটি ফ্যান, সিসি ক্যামেরা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এমনকি শিশুদের পোশাক ও বিছানা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রেখে গেছে তারা।

এদিকে খবর শুনে রাতেই অভিভাবক ও স্থানীয়রা মাদরাসায় জড়ো হন। অনেকে তাদের শিশুদের বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন। মাদরাসার হেফজখানার দায়িত্বে থাকা হাফেজ মাওলানা মো. সোয়াইব খান বলেন, অন্যান্য দিনের মতো রাতে এতিম শিশুদের নিয়ে তারাবি পড়তে গিয়েছিলাম। এসে দেখি সব শেষ। ধারালো অস্ত্র দিয়ে সব কিছু কুপিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। বুঝতে পারছি না, কারা এ ঘটনা ঘটিয়েছে। যারা ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই।

এদিকে মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল গফফার হাওলাদার বলেন, মাদরাসার জমি ও কমিটি নিয়ে কারও সঙ্গে কোনো ঝামেলা নেই। কোনো শত্রুও নেই মাদরাসার। তারপরও কেন হামলার ঘটনা ঘটল বুঝতে পারছি না। আমরা শিক্ষক ও কমিটির সবাইকে নিয়ে আলোচনা শুরু করেছি। সবার সম্মতিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহনের কথা জানান তিনি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এদিকে আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় হেফজ বিভাগে ৪০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১৪ জন এতিম শিশু মাদরাসায় আবাসিকভাবে থাকে।

Related Articles

Back to top button