দৈনিক খবর

৫ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

এবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন এলডিসি-ফইভে অংশ নিয়ে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকাল ৪টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১২৬) কাতারের স্থানীয় সময় সকাল ৮টায় ঢাকার উদ্দেশে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এদিকে প্রধানমন্ত্রী তার সফরে এলডিসি সম্মেলনে যোগদানের পাশাপাশি কাতারের আমির তামিম বিন হামাদ আল ছানির সাথে বৈঠক করে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বেপারে আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি মূল্য বৃদ্ধির পাওয়ায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ব্যাপারে সহায়তা চান। প্রধানমন্ত্রীর আহ্বানে কাতারের আমির বাংলাদেশেকে জ্বালানি সহায়তা দিতে রাজি হন এবং বছরে অতিরিক্ত এক মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দেওয়ার ব্যাপারে সম্মত হন।

প্রধানমন্ত্রী কাতারের রাজধানীতে অনুষ্ঠিত দোহা ইনভেস্টমেন্ট সামিট ২০২৩ ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ এ ভাষণ দেন। এ সময় পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের লক্ষ্যে বাংলাদেশ-কাতার বিজনেস ফোরাম গঠনের আহ্বান জানান শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রী মধ্য প্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের অংশগ্রহনে কাতারে আঞ্চলিক দূত সম্মেলনে যোগ দেন।

এ সময় তিনি বাণিজ্য ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসেবে দেশের মর্যাদা বজায় রাখতে এবং অর্থনৈতিক কূটনীতি জোরদারে বাংলাদেশি কূটনীতিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। সেই সাথে চোখ খোলা রেখে সব দেশের সাথে আলোচনা ও সমঝোতা করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাঁচ দিনের সফর শেষে আজ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Back to top button