দৈনিক খবর

বিপিএল মাতাতে কুমিল্লা শিবিরে মঈন

এবার নতুন তারকা ক্রিকেটারদের আগমনে শেষ মুহূর্তে রঙ ছড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্লে-অফের ঠিক আগমুহূর্তে বিপিএল খেলতে এলেন মঈন আলী এবং ভানুকা রাজাপাকশে। মঈনকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজাপাকশেকে ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছে। গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেই পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

আসন্ন পিএসএল খেলতে অন্যান্য পাকিস্তানিদের মতো বিপিএল ছেড়েছেন তিনি। তার বদলেই কুমিল্লা দলে নিয়েছে তাদের পুরোনো ক্রিকেটার মঈনকে। গত আসরে কুমিল্লার জার্সি গায়ে ৭ ম্যাচে ১৫০ স্ট্রাইক রেটে ২২৫ রান করেছিলেন মইন। বল হাতে উইকেট নিয়েছিলেন ৯টি। ফাইনালেও ৩৮ রানের ইনিংস খেলে দলকে শিরোপাও জিতিয়েছিলেন।

এদিকে পুরোনো যোদ্ধাকে সঙ্গে নিতে তাই ভুল করেনি কুমিল্লা। গত আসরের আগে বিপিএলে একবারই খেলেছিলেন মঈন। ২০১৩ বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে তখনও তার অভিষেকই হয়নি। এদিকে দ্বিতীয়বারের মতো বিপিএল খেলতে এসেছেন রাজাপাকশে।

পুরোনো ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে ছয়টি ম্যাচ খেলে ৩৭.৬০ গড় ও ১৫৫.৩৭ স্ট্রাইক রেটে ১৮৮ রান করেছিলেন তিনি। রাজাপাকশের বরিশাল ১২ ফেব্রুয়ারির এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে। মঈনের কুমিল্লা একই দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে।

Related Articles

Back to top button