দৈনিক খবর

নির্বাচন ঘিরে যে আশঙ্কার কথা জানালেন হিরো আলম

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র পার্থী হিসেবে লড়ছেন। তিনি মনোনয়ন পাওয়ার পর ঐ দুটি আসনে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে তিনি এই নির্বাচনে ভোটের দিন বড় ধরনের বিশৃঙ্খলা ঘটার আশ”ঙ্কা করছেন। এ ছাড়া তার দাবি, ইতিমধ্যে ভোটারদের মাঝে এই বিষয়টি নিয়ে ব্যাপক আত”ঙ্ক বিরাজ করছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটারদের মধ্যে আত”ঙ্ক থাকায় কিছুটা চিন্তিত হিরো আলম।

তিনি বলেন, ভোটের দিন তার সঙ্গে ১০ জন এজেন্ট থাকতে দিতে হবে। এর আগেও বিগত নির্বাচনে ভোটকেন্দ্রে হাম”/লার শি”কার হয়েছেন তিনি। তাই এবার তার সঙ্গে আরও এজেন্ট রাখতে চান বলে দাবি করেন তিনি।

হিরো আলম মনে করেন, তার সঙ্গে আরও লোকজন থাকলে কেউ হাম”/লা করার সাহস পাবে না। পাশাপাশি ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান তিনি।

বগুড়া জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই কোনো ধরনের বিশৃঙ্খলার কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য তিনজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এছাড়া ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। সেই সঙ্গে ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন ৪৫০০ নিরাপত্তাকর্মী।

বাংলাদেশের বিনোদন জগতে একটি ভিন্ন ধরনের আলোচিত নাম হিরো আলম। তিনি অভিনয়ের পর কন্ঠ দিয়েছেন অনেক গানে, যেটা নিয়ে তিনি সমালোচিতও হয়েছেন। তবে তিনি অভিনয় কিংবা গান কোনোটিতে হাল ছাড়েননি। গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটে অনিয়মের কারণে তিনি নির্বাচন বর্জন করেছিলেন। ফের তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

Related Articles

Back to top button