দৈনিক খবর

তুরস্কে চাপা পড়া এক কিশোরীকে উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল

ধ্বংসস্তূপের নিচে চাপা ১৭ বছরের এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দল। এছাড়া তিনিটি মৃতদেহও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার।

উদ্ধারকারী দলটির নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিন/ সংগৃহীত শাহজাহান সিকদার বলেন, ৮ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দলটি। ৯ ফেব্রুয়ারি রাতে তারা তুরস্কের আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়। সেখান থেকে আরও ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামান শহরে পৌঁছে তারা অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

এদিকে উদ্ধারকারী দলটিতে আছেন সেনাবাহিনী থেকে ২৪ সদস্য, ১০ জনের একটি মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্য। উদ্ধারকারী দলটির নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিন।

Related Articles

Back to top button