দৈনিক খবর

শ্রীলঙ্কাকে ৭৩ রানে গুটিয়ে বিশ্বরেকর্ড গড়ে ভারতের জয়

সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। ব্যাট হাতে বিরাট কোহলি আর শুভমান গিলের বিধ্বংসী সেঞ্চুরির পর গতির ঝড় তুললেন দুই পেসার মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শামি। শ্রীলঙ্কা গুটিয়ে গেল মাত্র ৭৩ রানে।

ভারত পেল ৩১৭ রানের বিশাল জয়। যা ওয়ানডেতে রানের ব্যবধানে সর্বোচ্চ জয়ের রেকর্ড। আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের। ২০০৮ সালে আয়ারল্যান্ডকে তারা হারিয়েছিল ২৯০ রানে। ৩-০ ব্যবধানে সিরিজে ধোলাই হলো শ্রীলঙ্কা।

রোববার প্রথমে ব্যাট করে শুভমন গিল এবং বিরাট কোহলির শতকে ৩৯০ রান করে ভারত। ক্যারিয়ার সেরা ১১৬ রান করেন গিল। ৯৭ বলের ইনিংসটি ২ ছক্কা ও ১৪ চারে সাজান ভারত ওপেনার। তিনে নেমে কোহলি আরও বিধ্বংসী। ৮ ছক্কা ও ১৩ চারে ১১০ বলে ১৬৬ রানে অপরাজিত থাকেন সময়ের অন্যতম সেরা এ ব্যাটার।

রান তাড়ায় নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং। মোহাম্মদ সিরাজের দাপুটে বোলিংয়ের সামনে ২২ ওভারে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। ৭ ওভারের প্রথম স্পেলে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন সিরাজ। ওয়ানডেতে এটা ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ১৯৮৪ ও ২০১৩ সালে দুই দফায় ৯৬ রানে অলআউট হয়েছিল দলটি।

Related Articles

Back to top button