দৈনিক খবর

আরজে কিবরিয়াকে স্ত্রীর মারধর: পুরুষদের অসহায়ত্ব নিয়ে মুখ খুললেন আরজে নিরব

বাংলাদেশের জনপ্রিয় হওয়া রেডিও জকি (আরজে) গোলাম কিবরিয়া সরকার সম্প্রতি তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অভিযোগে তিনি বলেছেন, তিনি তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলে তার স্ত্রী তাকে মারধর করে এবং সেই সাথে হুমকি দেয়। এই ঘটনায় গোলাম কিবরিয়া তার স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার সদর থানায় জিডিটি করেন আরজে কিবরিয়া। নেট দুনিয়ায় যখন জল্পনা চলছে, তখন এ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) নিরব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা বলেন। পাঠকের জন্য হুবহু তা প্রকাশ হলো।

তিনি লিখেছেন, ‘(আরজে কেবরিয়া) আরজে কেবরিয়াকে নিয়ে কথা বলার আগে দুবার ভাববেন। তার মতো প্রতিষ্ঠিত, সুন্দর ক্যারিয়ার, মানুষের পাশে দাঁড়ানো মানুষ আপনি, না আমি? পারিবারিক যেকোনো সমস্যা আপনার, আমার, সবারই আছে। আপনার হয়তো ধারণা নেই যে, এই দেশে একজন নারী যে কোনো সময় একজন পুরুষের বিরুদ্ধে মামলা করে তার জীবন শেষ করতে পারে।

তিনি আরও লিখেছেন, ‘অন্যদিকে একজন পুরুষের জন্য কোনো আইন নেই, নিরাপত্তা নেই। একবার একটা ঝামেলায় পড়েন, দোয়া করি। চোখে চাঁদ, তারা দেখবেন। দিন শেষে পুরুষ আজ সবচাইতে বেশি অসহায় অবস্থায় আছে। ছবিটা আমার মেয়ের হাতে, সেখানে ইউনিভার্সিটিতে পড়াকালীন আমি, কিবরিয়া, মাসুদ। সময়ের সেরা বিতার্কিক হিসেবে এক সঙ্গে এক ফ্রেমে।’

এর আগে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আরজে কিবরিয়া তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজার পর্যটন এলাকার একটি হোটেলের ১০২ নম্বর কক্ষে ওঠেন। রাফিয়া লোরা কোনো একটি কারণে তার সন্তানকে মারধর করেন। কিবরিয়া বাধা দিতে গেলে তার স্ত্রীও সেই সময় তাকেও মারধর করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাওয়া হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।পরে কিবরিয়া বাদী হয়ে তার স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে থানায় একটি জিডি করেন।

প্রসঙ্গত, আরজে কিবরিয়া ও রাফিয়া লোরার মাঝে অনেক দিন ধরে পারিবারিক কলহ চলছে বলে জানা গেছে, তার পরিবারের সদস্যদের মাধ্যমে। এদিকে তাদের চলমান এই ধরনের ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে পুলিশ। তবে এখন পর্যন্ত কিবরিয়ার স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি।

Related Articles

Back to top button