দৈনিক খবর

বিল গেটসকে খিচুড়ি রাঁধতে শেখালেন স্মৃতি ইরানি

বিল গেটস, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং তথ্যপ্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। তবে ব্যাক্তিগত জীবনে নিজের কাজের বাহিরেও অনেক কিছুতেই আগ্রহ রয়েছে তার। তিনি পারেন না এমন কোনো কাজ নাকি নেই। সম্প্রতি ভারতের স্মৃতি ইরানির কাছ থেকে তিনি রপ্ত করে নিলেন কীভাবে খিচুড়ি রাঁধতে হয়। যে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

স্মৃতি নিজের টুইটারে বিল গেটসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, বিল গেটসকে খিচুড়ি রাঁধতে শেখাচ্ছেন তিনি। কড়াইতে তেল ঢেলে দিলেন স্মৃতি। আর গরম তেলে ফোড়ন দিলেন বিল। সে ফোড়ন আবার সযত্নে খিচুড়ির ওপর ঢেলে দিলেন বিল। শুধু খিচুড়ি রেঁধেই থামলেন না বিল। তারপর চেখেও দেখলেন।

ভিডিওটি শেয়ারের পরপরেই ভাইরাল হয়ে যায় সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যেই নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেছেন। কেউ লিখেছেন, ‘এবার এ খিচুড়ির নাম হবে মাইক্রোসফট খিচুড়ি।’

আবার কেউ লিখেছেন, ‘ভারতীয় খাবার যেভাবে বিদেশিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তা দেখে ভালোই লাগছে।’

এবারই প্রথম নয়, কিছুদিন আগেই এক ভিডিওতে বিল গেটসকে দেখা গিয়েছিল রুটি বানাতে। অনেক কসরতের পর গোল গোল রুটি বানাতে সফলও হয়েছিলেন তিনি। রুটির পর এবার ছিল তার খিচুড়ির কারিশমা!

Related Articles

Back to top button