দৈনিক খবর

এবার পাঠান সিনেমা নিয়ে মুখ খুললেন মিশা সওদাগর

মুক্তির আগে থেকেই নানা কারণে আলোচনা-সমালোচনায় ছিল পাঠান সিনেমাটি। আর এখন বিশ্বজুড়ে চলছে শাহরুখ দাপট! পাঠান সিনেমার মাধ্যমে চার বছর পর পর্দায় কামব্যাক করলেন শাহরুখ খান।সিনেমাটি মুক্তির আগে বাংলাদেশেও এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেয়ার পক্ষে-বিপক্ষে নিয়েই যত কথা। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও কথা বলে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর বলেন, ‘পাঠান ২৫০-৩০০ কোটি রুপির সিনেমা। এর সঙ্গে আমাদের কোনো মিল হবে না। বাংলা সিনেমা এমনিতেই হুমকির মুখে। কারণ আমাদের মেধা। এখন প্রযুক্তি যেভাবে এগিয়ে গেছে এবং দর্শকের পছন্দ যেখানে পৌঁছেছে, সেভাবে আমরা মুভ করতে পারছি না। এখানে তাদের সিনেমা কোনো চ্যালেঞ্জ না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মেধা। আমরা যথেষ্ট পরিমাণে চর্চা করছি না। স্ক্রিপ্ট-সংলাপে যদি চর্চা করা হয় তাহলেই সম্ভব।’

মিশা সওদাগর আরও বলেন, ‘আমি মনে করি বিদেশি সিনেমার সঙ্গে আমাদের তুলনা করা উচিত নয়। আমাদের বাজেট ও ব্যবসার নিয়মনীতি রয়েছে। আমাদের হলও অনেক কম। তাই অন্য সিনেমার সঙ্গে আমাদের সিনেমার তুলনা করা ঠিক হবে না।’

পাঠান সিনেমায় কয়েক মিনিটের একটি অ্যাকশন দৃশ্যে ক্যামিও রোলে দেখা যায় সালমান খানকে। সিনেমাটি মুক্তির পর বলিউডের দুই খানের এই দৃশ্য ব্যাপক প্রশংসিত। এ ব্যাপারে মিশা সওদাগর বলেন, পাঠান চলার জন্য শাহরুখ ও সালমান খানের প্রয়োজন ছিল। ওখানে অন্য তারকা হলে হতো না।

Related Articles

Back to top button