দৈনিক খবর

বাড়িতে প্রেমিকার অনশন: ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি

গত তিন দিন বিয়ের দাবিতে প্রেমিকা অনশন করায় দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম শাওনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন।

এদিকে শাহাবুল ইসলাম শাওনের বাড়িতে বিয়ের দাবিতে গত তিন দিন ধরে অনশনে ছিলেন তার প্রেমিকা পার্শ্ববর্তী মুকুন্দপুর ইউনিয়নের বাদমুখা এলাকার কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। বিষয়টি নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শুরু হয়। এ সময় বাড়ি থেকে পালিয়ে ছিলেন শাহাবুল ইসলাম। পরে গতকাল সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাট রানিগঞ্জ এলাকায় ওই মেয়েকে বিয়ে করেন তিনি।

বীরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, গত কয়েক দিন ধরে শাহাবুল ইসলামের বাড়িতে এক কলেজ শিক্ষার্থী বিয়ের দাবিতে অনশন করে আসছিলেন। ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। বিষয়টির সত্যতা জানার পরে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার দুপুর থেকে বিয়ের দাবিতে শাহাবুল ইসলাম শাওনের বাড়িতে অনশন করেন পার্শ্ববর্তী মুকুন্দপুর ইউনিয়নের বাদমুখা এলাকায় কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। সেই দিন থেকেই বাড়ি থেকে পালিয়ে ছিলেন শাহাবুল। শনিবার রাতে কথা অনশনে থাকা ওই তরুণী জানান, ৫ বছর আগে শাহাবুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শাহাবুল তাকে বিয়ে করবে-দীর্ঘদিন থেকে এমন আশ্বাস দিয়ে আসছেন। বিভিন্ন সময় বিয়ের কথা বললে তিনি নানা রকমের টালবাহানা করেন। একাধিকবার ওই তরুণীর পরিবার বিয়ের কথা তুলেছেন। তবে শাহাবুলের আশ্বাসে ওই তরুণী অন্য কোথাও বিয়ে করতে রাজি হননি। নিরুপায় হয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন তিনি।

Related Articles

Back to top button