দৈনিক খবর

‘প্রতি ১০ মিনিটে একটি করে মরদেহ বের করে আনা হচ্ছে’

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন। সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ইতোমধ্যে দেড় হাজার ছাড়িয়ে গেছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ায় মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি সুহাইব আল-খালাফ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বলেছেন, উদ্ধারকারীরা মরিয়া হয়ে ধ্বংসস্তূপ থেকে লোকজনকে বের করার চেষ্টা করছেন।

সুহাইব আল-খালাফ বলেন, ‘উদ্ধারকারীরা প্রত্যেক ১০ মিনিটে একটি করে মরদেহ বের করে আনছেন।’ সিরিয়াজুড়ে অসংখ্য ভবন ধসে পড়েছে। তিনি বলেন, এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি লোকজন ধ্বংসস্তূপের নিচ থেকে চিৎকার করছেন। উদ্ধারকারীরা একটি শিশুকে বের করে এনেছেন, তাকে জীবিত বলে মনে হচ্ছে। শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আল-খালাফ জানান, এমনিতেই দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধের কারণে স্থানীয় মেডিকেল সেক্টর ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তিনি জানান, লোকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি বারান্দায় অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে। রক্ত পাওয়া যাচ্ছে না।

Related Articles

Back to top button