Countrywideদৈনিক খবর

সেই সুলতানা জেসমিনের গোমর ফাঁস করলেন র‌্যাবের কমান্ডার, জানালেন তার প্রতারণার কথা

সম্প্রতি নওগাঁয় র্যাবের হেফাজতে থাকা এক নারী না ফেরার দেশে চলে গিয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে যুগ্ম সচিব এনামুল হকের ফেইসবুক আইডি হ্যাক করে একটি চক্র দীর্ঘদিন প্রতারণা করে আসছিল- এমন অভিযোগে জেসমিনকে আটক করার কথা বলেছে র‌্যাব।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্তে র‌্যাব সদস্যের গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব কমান্ডার জানান, যুগ্ম সচিব এনামুল হক রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত। একটি চক্র দীর্ঘদিন ধরে তার নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে বিভিন্ন জায়গা থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। তারা এনামুলের নামে মোটা অঙ্কের টাকা আদায় করছিলেন। এ ধরনের প্রতারণার শিকার হয়ে এনামুল ২০২২ সালের মার্চ মাসে একটি জিডি করেন।

এমনকি এক নারীর নামে আইডি ব্যবহার করে প্রতারণা করছেন বলে আদালতে মামলা করেন এনামুল। তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণার শিকার হয়ে একাধিকবার আইন প্রয়োগকারী সংস্থার শরণাপন্ন হয়েছেন।

তিনি জানতে পারেন, ১৯ ও ২০ মার্চ এনামুলের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিনি জানতে পারেন, এই প্রতারণার সঙ্গে আলামিন নামে এক ব্যক্তি এবং জেসমিন নামে এক ব্যক্তি তার সহযোগী হিসেবে কাজ করছে। এর পরিপ্রেক্ষিতে ২২ মার্চ অফিসে যাওয়ার সময় এনামুল র‌্যাবের টহল দলের বিরুদ্ধে অভিযোগ করেন এবং সাহায্য চান।

এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের দল এনামুলকে সঙ্গে নিয়ে প্রথমে সুলতানা জেসমিনকে তার সামনেই জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন র‌্যাব অধিনায়ক। আলামত হিসেবে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা যখন সুলতানা জেসমিনকে একটি কম্পিউটারের দোকানে নিয়ে যাই তখন সাইনবোর্ড প্রিন্ট করা ছিল। পরে সেখান থেকে থানায় নিয়ে যাওয়ার সময় অসুস্থ বোধ করলে জেসমিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ নওগাঁয় র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর সুলতানা জেসমিন নামে এক ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারী মারা যান। তিনি নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

Related Articles

Back to top button