দৈনিক খবর

নেপালকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশের কিশোরীরা। এর আগে প্রথমার্ধের শেষ কয়েক মিনিটে দুই গোল পায় টাইগ্রেসরা। যেখানে স্কোর শিটে নাম তোলেন শাহেদা আক্তার রিপা আর অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। এর পর ম্যাচের ৮৬ মিনিটে আরও এক গোল পায় বাংলাদেশ।

গোলের জন্য ম্যাচের ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। ডি বক্সে প্রথম নেপালের গোলরক্ষক শামসুন্নাহারের শট ঠেকালেও পরে আর পেরে ওঠেননি। ডি বক্সের মাথায় ফাঁকায় দাঁড়িয়ে নেপালের ৪ জন ফুটবলারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান শাহেদা আক্তার রিপা। যা এবারের আসরে তার ৩য় গোল।

গোল পেয়েই মরিয়া হয়ে ওঠে ছোটন শিষ্যরা। দুই মিনিটের মাথায় নেপালের রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। এই গোলের ফলে নেপালের আমিশা কারকির সমান ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের অধিনায়ক।

প্রথমার্ধের বাকি সময় নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করে নেপাল। কিন্তু মাঝমাঠ থেকে বল বাংলাদেশের রক্ষণে নিতেই বেশ বেগ পেতে হয় তাদের। বয়সভিত্তিক নারী সাফের আগের ৩ আসরের দু’টিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের কিশোরীরা। সবশেষ আসরে ভারত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের সামনে সুযোগ এই ট্রফিটি আবারও পুনোরুদ্ধার করার। বিস্তারিত আসছে…

Related Articles

Back to top button