দৈনিক খবর

শুক্রবার দেশে ফিরছেন নুরুল হক নুর

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর শুক্রবার (১৩ জানুয়ারি) দেশে ফিরবেন বলে জানিয়েছে দলটি। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক আবু হানিফ মঙ্গলবার এ তথ্য জানান।

তিনি বলেন, পবিত্র ওমরা পালন শেষে গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর শুক্রবার দেশে ফিরবেন। এদিকে ডিসেম্বরের শেষে কাতার যান নুর। সেখান থেকে দুবাই হয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। তবে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্ট’ মেন্দি সাফাদির সঙ্গে তার বৈঠকের একটি খবর ও ছবি ছড়িয়ে পড়ে।

যদিও গণ অধিকার পরিষদ এ ধরনের কোনো বৈঠকের খবর অস্বীকার করে। তারা মেন্দি সাফাদির সঙ্গে নুরের ছবি ‘ফটোশপ’ বলে দাবি করে। অপর দিকে এ বৈঠক হয়েছে দাবি করে ইতিমধ্যে নুরের বিরুদ্ধে দেশের একাধিক থানায় মামলার আবেদন জমা পড়েছে।

Related Articles

Back to top button