খেলাধুলাদৈনিক খবর

ব্রাজিলকে কাঁদিয়ে ইংল্যান্ডের ফিনিলিসিমা জয়

এবার ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের ‘ফিনালিসিমা’ জিতেছে ইংল্যান্ড। গত রাতে ওয়েম্বলিতে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে থ্রি লায়ন্সরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ শ্যুটআউটে শিরোপা জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে পুরুষ ফুটবলে ইউরোপ ও লাতিন আমেরিকার মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যে সর্বশেষ ফিনালিসিমা আয়োজিত হয়েছিল। যেখানে ইতালিকে ৩-০ ব্যবধানে হারিয়ে জিতেছিল আর্জেন্টিনা, যারা পরে ২০২২ বিশ্বকাপও জেতে।

এবার মেয়েদের বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হলো আরেকটি ফিনালিসিমা। চার মাস পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপ আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ড (র‍্যাঙ্কিং ৪) আর ব্রাজিলের (র‍্যাঙ্কিং ৯) মধ্যে। বিপুলসংখ্যক স্থানীয় দর্শককে খুশি করে ম্যাচের ২৩তম মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দেন এলা টুনি।

তবে ব্যবধান মাত্র এক গোলের হওয়ায় সব সময়ই সমতায় ফেরার সুযোগ ছিল ব্রাজিলের। আর সেটিই ঘটে ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে। ইংল্যান্ড গোলরক্ষক মেরি আর্পস ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় ৯৩ মিনিটে ব্রাজিলকে সমতা এনে দেন বদলি নামা আন্দ্রেসা আলভেজ।

Related Articles

Back to top button