দৈনিক খবর

বড় জয়ে সাফ শুরু বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার অনূর্ধ্ব-২০ নারী সাফে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। একটি করে গোল করেছেন আকলিমা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা। নেপালের হয়ে এক গোল শোধ দেন মানমায়া দামায়।

ম্যাচের তৃতীয় মিনিটেই বাংলাদেশকে এগিয়ে নেন আকলিমা খাতুন। নিজেদের অর্ধ থেকে শাহেদা আক্তার রিপার বাড়ানো পাস নেপালের দুই-তিন জন ডিফেন্ডারকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নেন আকলিমা। বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে নিখুঁত ফিনিশিং করেন তিনি। গত নভেম্বর-ডিসেম্বরে হওয়া নারী ফুটবল লিগে সর্বোচ্চ ২৫ গোল করেছিলেন এই আকলিমা।

এগিয়ে গিয়ে নেপালের রক্ষণে চাপ বাড়ায় বাংলাদেশের মেয়েরা। তাতে পেয়ে যায় দ্বিতীয় গোল। ১৩তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। নিজেদের অর্ধ থেকে আফেইদা খন্দকারের লম্বা ক্রস গিয়ে পড়ে নেপালের রক্ষণে, সেখানে বল পেয়ে বক্সে ঢুকে মাপা শটে জাল খুঁজে নেন শামসুন্নাহার।

নেপাল দ্বিতীয়ার্ধে সমতা আনার চেষ্টা করেছে। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা দারুণ কয়েকটি সেভ করেছে। দুই দলের ফুটবলাররাই টার্ফে পড়ে খানিকটা আহত হয়েছেন কয়েকবার।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন আকলিমা খাতুন। ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা আকলিমা সাফে বাংলাদেশের গোল সূচনা করেন। বারো মিনিট পর শামসুন্নাহার ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন।

২৪ মিনিটে খেলায় ফেরে নেপাল। সফরকারীদের আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে কর্ণার হয়। সেই কর্ণার থেকে গোল পায় নেপাল৷ মনমায়া দামাইয়ের নেয়া শট পোস্টের ভেতরের অংশ লেগে গোল হয়।

এক গোল পরিশোধ করে নেপাল বাংলাদেশকে চেপে ধরে। ম্যাচের ৪০ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা বক্সের সামনে এসে একটি সেভ করেন।

Related Articles

Back to top button