দৈনিক খবর

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ভারতীয় নাগরিকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে নিয়ে আসা আটক খোকন দাস (৪৫) নামের এক ভারতীয় মারা গেছেন। তার নাম খোকন দাস। তিনি হাজতী হিসেবে কারাগারে ছিলেন (হাজতী নং-৭৩১৭/২৩)। মৃত খোকন দাস ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামের অচিন দাসের ছেলে। সে গত বছরের মার্চ মাস থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফরিদপুর জেলা কারাগারে বন্দি ছিল।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় সে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকেল তিনটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃতুর বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত খোকন দাসকে গত ১২ই ফেব্রুয়ারি হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৪ ফেব্রুয়ারি চিকিৎসা শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। আজ পুনরায় সে অসুস্থ হলে হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Related Articles

Back to top button