খেলাধুলাদৈনিক খবর

সাকিব-মুশফিকের শতরানের জুটিতে লিডের পথে বাংলাদেশ

এবার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে লিডের পথে আছে বাংলাদেশ। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। সাকিব-মুশফিকের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এসেছে ১৩০ রান।

গতকাল মঙ্গলবার ম্যাচের প্রথমদিনে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ২১৪ রানে। ৪০ রানে বাংলাদেশের ৩ উইকেট তুলে লড়াইয়ের আভাস দিয়েছিল সফরকারী দল। সাকিব-মুশফিকের আগ্রাসনে ব্যাকফুটে অতিথিরা। দিনের তৃতীয় ওভারে ‍মুমিনুল হকের উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সাকিব ও মুশির প্রতিরোধ স্বস্তি ফিরিয়ে টাইগারদের নিয়ে গেছে শক্ত অবস্থানে।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ওয়ানডে ঢংয়ে ব্যাট করছেন সাকিব। ৭৪ বলে ১২ বাউন্ডারিতে ৭৪ রানে অপরাজিত বাঁহাতি ব্যাটার। মুশফিক ৭৭ বলে ৫৩ রানে অপরাজিত। মি. ডিপেন্ডেবল মেরেছেন ৬টি চার, ১টি ছক্কা। ম্যাচের প্রথমদিন আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ২ উইকেটে ৩৪ রান তোলে বাংলাদেশ। তামিম ইকবাল আউট হওয়ার পর শেষ হয় প্রথম দিনের খেলা।

আজ দ্বিতীয় দিনের সকালে মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হন মুমিনুল হক। তিনি ৩৪ বলে ১৭ রান করেন ৪টি চারের সাহায্যে। ৪০ রানে ৩ উইকট হারানো দলকে পথ দেখান সাকিব-মুশফিক। প্রথম সেশনে ২৭ ওভারে ১৩৬ রান তুলেছে বাংলাদেশ। ওভার প্রতি রান তোলার গড় পাঁচেরও বেশি।

Related Articles

Back to top button