দৈনিক খবর

এক কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৭০টি

বিএনপির এমপির পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিকে আসনটিতে ভোটগ্রহণ শুরু পাঁচ মিনিটের মাথায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিন জন আহত হয়েছেন। এদিকে সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে এই আসনের আলিনগর প্রাথমিক বিদ্যালয়ে ভোটার উপস্থিতি একেবারেই কম।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে সকাল ১০টা পর্যন্ত আলিনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৭০টি। এই কেন্দ্রে ভোটার রয়েছেন ২ হাজার ৩৬৪ জন।

আলিনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দুরুল হোদা বলেন, ভোটকেন্দ্রটি গুরুত্বপূর্ণ। কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম। সকাল ১০টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে মাত্র ৭০টি। আশা করছি বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করবে।

Related Articles

Back to top button