আবহাওয়াদৈনিক খবর

সারাদেশে তাপদাহ আরও বাড়বে, চলবে এক সপ্তাহ

এবার গরমের সঙ্গে শুষ্ক আবহাওয়ার কারণে ধুলার পরিমাণ বেড়ে মানুষের কষ্ট আর দুর্ভোগ আরও বাড়ছে। সারাদেশে চলমান দাবদাহ আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের ৯০ শতাংশ এলাকাজুড়ে বয়ে যাওয়া তাপদাহ আরও ৭ দিন ধরে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে গত ছয় দিন ধরে তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকালের তুলনায় আজ তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

গতকাল ১০ এপ্রিল সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২০ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ডিমলায় ১৯ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজশাহী ও খুলনা বিভাগ ও দেশের কিছু এলাকা দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়েযাচ্ছে, এবং তা অনেক এলাকায় বিস্তারলাভ করতেপারে ও তাপপ্রবাহের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহে রুপ নিতে পারে।

Related Articles

Back to top button