দৈনিক খবর

শাহজাহানের ৬ লাখ টাকার আপেল কুল বিক্রির আশা!

পুরো বাগান জুড়েই বিভিন্ন ফুলের সাথে কাশ্মিরী আপেল কুলের সমাহার। তার এই কুলের বাগান দেখে এখন অনেকেই কুল চাষে আগ্রহী হয়েছেন। কাশ্মিরী আপেল কুল চাষে সফল শাহজাহান। তিনি কুমিল্লায় গোমতীর নদীর তীরে আপেল কুল চাষ করছেন। বিদেশ যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে আপেল কুলের চাষ শুরু করেন।

চাষি শাহজাহান কুমিল্লা জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোমতী নদীর তীরে ঝাকুনিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ২০১৯ সালে মাত্র ৩০ হাজার টাকা ধার নিয়ে শখের বশে শুরু করেছিলেন কাশ্মিরী কুল চাষ। গোমতীর চরে ৮০ শতাংশ জমিতে রোপণ করেছিলেন ৩৫০টি কাশ্মিরী কুলের চারা। বর্তমানে তার বাগানে ৬০০টি গাছ রয়েছে। স্বাদ হালকা মিষ্টি, অনেকটা বাউকুলের মত। আপেল কুল ও বাউকুলের থেকে আকারে বেশ বড় এ কাশ্মিরী আপেল কুল। আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল।

কৃষক শাহজাহান বলেন, প্রতিটি বছর গাছে প্রচুর পরিমাণে কুল ধরে। প্রথম ও ২য় বছর মিলে ৩ লক্ষ টাকা লাভ করেছিলাম। এবার প্রতিটি গাছে ৩০-৪০ কেজি করে কুল ধরেছে। সব মিলিয়ে এবার ৬ লাখ টাকার কুল বিক্রি করতে পারবো বলে আশা করছি। প্রতি কেজি কুল ২০০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, এ জেলাতে এখন কাশ্মীরি আপেল কুল চাষ হচ্ছে। আমরা এই জাতের কুল চাষে চাষিদের সহযোগিতা করছি।

Related Articles

Back to top button