দৈনিক খবর

সাইকেলে ৪ হাজার কি.মি পথ পাড়ি দিয়ে কাশ্মীরের তরুণী এখন বাংলাদেশে

বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি কালচারকে জানতে ৪ হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে শান্তির বার্তা নিয়ে দেশে এসেছেন ভারতের কাশ্মীরের ছাবিতা মাহাত নামের এক তরুণী। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এরপর বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষে জয়পুরহাট জেলার উদ্দেশ্যে রওনা দেন ছাবিতা।

ছাবিতা মাহাত বলেন, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এবার বাংলাদেশের সফর করতে এসেছি। প্রতিদিন ১৫০কিলোমিটার পথ সাইকেল চালাই। বাংলাদেশ ভারতের বন্ধু দেশ। একারণেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশে সফরে এসেছি।

দেশ ঘুরে বেড়ানো তার নেশা। সেই নেশা থেকেই নিজ দেশের বন্ধু রাষ্ট্র বাংলাদেশ ঘুরে দেখতে সে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন। লক্ষ্য ঘুরে দেখবেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা।

গত বছরের ৬ ডিসেম্বর ভারতের কাশ্মীরের ভারত-পাকিস্থান সীমান্ত থেকে বাংলাদেশের উদ্দেশ্য যাত্রা শুরু করেন তিনি। বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে তাকে পাড়ি দিতে হয়েছে ৪ হাজার কিলোমিটার।

পাসপোর্ট জটিলতায় আসার পথে ঘুরে দেখেছেন ভারতের দার্জিলিং সহ বিভিন্ন জায়গা। এতে তার সময় লেগেছে ৭৩ দিন। ভারতের হুগলি জেলা থেকে সদ্যমাত্র গ্রাজুয়েশন শেষ করে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই তরুণী। এই মাঝেই সাইকেল চালিয়ে দেশ ঘুরতে বের হয়েছেন সাবিতা।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, বৈধ পাসপোর্ট নিয়ে বাংলাদেশের প্রবেশ করার পর ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করে তিনি বাংলাদেশের জয়পুরহাট জেলার উদ্দেশ্য রওনা দিয়েছেন। সেখানে একদিন থাকার পর রবিবার রাজধানী ঢাকার উদ্দেশ্য যাবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন।

Related Articles

Back to top button