দৈনিক খবর

২০ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা

নতুন বছরের শুরু থেকেই সুসংবাদ আসছে প্রবাসীদের থেকে। চলতি মাসের (জানুয়ারি) প্রথম ২০ দিনে প্রবাসীরা ১৩১ কো‌টি ৫২ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৭ টাকা ধরে যার পরিমাণ প্রায় ১৪ হাজার ৭২ কোটি ৬৪ লাখ টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার (২২ জানুয়ারি) রেমিট্যান্স প্রবাহের সাপ্তাহিক যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।

পাশাপাশি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৫০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫০ লাখ মার্কিন ডলার। এর আগে গত ডিসেম্বরে প্রবাসীরা ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ১৮৬ কোটি টাকা।

প্রসঙ্গত, গত বছরে প্রবাসীরা দুই হাজার ১২৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি ২০৯ দশমিক ৬৩ বিলিয়ন ডলার এসেছে জুলাই মাসে।

Related Articles

Back to top button