দৈনিক খবর

দিনে কাটেন চুল, রাতে করেন যু’দ্ধ

দেশপ্রেম এক সাধারণ মানুষকে মুহূর্তেই যো;দ্ধা করে তোলে। এমনি একজন ওলেকস্যান্ডর শামশুর (৪১)। দেশকে রক্ষায় এই নরসুন্দর রাতারাতি হয়ে উঠেছেন এক যো;দ্ধা। রুশ বাহিনী হা;ম;লা থেকে দেশমাতৃকাকে বাঁচাতে হাতে অ;স্ত্র তুলে নিয়েছেন এই যুবক। তাই দিনে চুল কাটেন আর রাতে একজন ‘ড্রো;ন হান্টার’ হিসেবে দেশমাতৃকাকে রক্ষা করেন। খবর আল জাজিরা’র।

এর আগে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হা;ম;লা চালিয়েছিল রাশিয়া। ওই হা;মলা;র বর্ষপূর্তি ঘনিয়ে এসেছে। কিন্তু ততদিনে অন্য শত শত স্বেচ্ছাসেবীর সঙ্গে শামশুরও রুশ মিসাইল ও ড্রোন ভূপাতিত করায় সি;দ্ধহ;স্ত হয়ে উঠেছেন। তার এলাকার ডিফেন্স ইউনিটে একজন আইনজীবী ও একজন ব্যবসায়ীও রয়েছেন।

তারা প্রধানত রাজধানী কিভের ভেতর ও বাইরে আকাশপথে হামলা হলে তা প্র;তিহ;ত করার চেষ্টা করেন। দ্বিতীয় বি;শ্বযু;দ্ধের সংস্কার করা একটি মেশিনগান দিয়ে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন ভূ;পাতি;ত করে শামশুরের দলটি।

শামশুর বলেন, আমি খুবই সুখী মানুষ। কেন? কারণ আমি আমার দেশকে রক্ষা করছি, আমি ইউক্রেনের জনগণকে রক্ষা করছি। কিন্তু একই সঙ্গে আমি বিউটি সেলুনে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে পারি। যে কাজ আমি জানি অর্থাৎ ক্রেতাদের চুল কাটা এবং তাদের সঙ্গে কথা বলতে পারি।

দেশমাতৃকাকে রক্ষায় ‍যু;দ্ধে ঝাঁ;পি;য়ে পড়া এই যুবক আরও জানান, একজন বেসামরিক ব্যক্তি হিসেবে কখনই ‘কোথাও পালিয়ে’ যাওয়ার কথা মনে হয়নি। দরজার সামনে শত্রুরা চলে আসায়, আমি কিছু করতে চেয়েছিলাম। আমি প্রতিরক্ষায় নিজেকে নিয়োজিত করেছি।

Related Articles

Back to top button