দৈনিক খবর

ছিটকে গেলেন তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে এবারের বিপিএলে আর মাঠে নামতে পারবেন না এই ডানহাতি পেসার। সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং চোট পান তিনি। এরপর থেকেই ফিজিও ও বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে ছিলেন জাতীয় দলের এই গতিতারকা। আগামীকাল দুপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে তার দল। যেই ম্যাচে তাসকিনের খেলার সম্ভাবনা নেই। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে দলের সঙ্গে মিরপুরে এসেছিলেন তাসকিন। তবে কোনো অনুশীলন করেননি তিনি। সকাল ১১টার দিকে ঢাকা দলের ফিজিওর মেডিকেল বিভাগে যেতে দেখা যায় এ পেসারকে।

চোটের আপডেট নিয়ে ফিজিও জয় বিশ্বাস বলেছেন, ‘তাসকিনের মূলত হ্যামস্ট্রিংয়ের সমস্যা। আমরা দেখেছি গ্রেড-১ টিয়ার। এ রকম চোটে সাধারণত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগে। এরই মধ্যে এক সপ্তাহ চলে গেছে। চার দিন পর বোলিং শুরু করতে পারবে। বিপিএলে এই ম্যাচ খেলা হচ্ছে না। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে সমস্যা নেই।’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও জানিয়েছেন একই কথা, ‘বিপিএলে আর খেলছে না। ওর আঘাত এক সপ্তাহ হয়ে গেছে। ধীরে ধীরে পুনর্বাসন শুরু হয়ে যাবে। ম্যাচ থেকে বিশ্রামে আছে, অনুশীলন শুরু করে দেবে। আশা করছি, কোনো সমস্যা হবে না। এ কারণেই আমরা খেলা থেকে সরিয়ে নিয়েছি, যাতে ইংল্যান্ড সিরিজে তাকে পেতে কোনো সমস্যা না হয়।’

তাসকিনের দল ঢাকা ডমিনেটর্স অবশ্য প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে আগেই। রাউন্ড রবিন লিগে একটি ম্যাচ বাকি আছে দলটির। সেই ম্যাচ দলটির জন্য আনুষ্ঠানিকতার। সিলেট এ পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে। যেখানে মোটে ১ জয় আর বৃষ্টিতে এক ম্যাচ পণ্ড হওয়ায় তাদের অর্জন ৩ পয়েন্ট। বলা যায় কার্যত শেষ হয়ে প্লে-অফের স্বপ্ন। সিলেট পর্ব শেষে ঢাকায় ফিরে আরো একটি ম্যাচ খেলবে সিলেট।

Related Articles

Back to top button