দৈনিক খবর

মসজিদের মেস থেকে খাদেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শাহজাহানপুরে বাইতুল জান্নাত জামে মসজিদের মেস ঘর থেকে ওই মসজিদের খাদেম মোহাম্মদ মজিবুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মজিবুর রহমানের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। মৃত মজিবুর রহমানের বাড়ি কিশোরগঞ্জের তারাইল উপজেলার কুন্দ্রটি গ্রামে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে আমরা খবর পেয়ে শাহজাহানপুর রেল কলোনির বাইতুল জান্নাত জামে মসজিদের একটি মেস ঘরে খাদেম মজিবুর রহমানকে বৈদ্যুতিক পাখার সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাই। তাকে নামিয়ে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।

মোস্তাফিজুর রহমান বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে তিনি এই মসজিদে দীর্ঘ ২৫ বছর ধরে খাদেমের দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি রাতে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পারিবারিক ঝামেলাও ছিলো। জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিলো। এসব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

Related Articles

Back to top button