দৈনিক খবর

আর নেই তিশা, সিরাজকে গ্রেপ্তারের পর বেরিয়ে এলো মৃত্যুর আসল তথ্য

ক্রিকেটের বল মাথায় লা’গায় গালি দেয়ায় তিশা আক্তার (৯) নামে এক শিশুকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে আঘাত করেন সিরাজুল ইসলাম আবদা নামে এক তরুণ। এতে ঘটনাস্থলে প্রচুর র’ক্ত’ক্ষর’ণ হয়ে প্রাণ হারায় ছোট্ট তিশা। আলোচিত এই ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ উপজেলার ছোট বহুলা গ্রামে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য জানায় ঘাতক আবদাল।দীর্ঘ তদন্তের পর তিশা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

সিরাজুল ইসলাম আবদাল সদর উপজেলার ছোট বহুলা গ্রামের আব্দুল করিমের ছেলে।

আদালতের বরাত দিয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, ১০ জানুয়ারি সকালে সিরাজুল ইসলাম আবদাল তি’শা’দের বাড়ির পাশে ক্রিকেট খেলছিলেন। খেলার সময় তার ক্রিকেট বল তিশার মাথায় পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে তিশা তাকে গালিগালাজ করেন। এক পর্যায়ে সিরাজ হাতে থাকা স্ট্যাম্প দিয়ে তিশার মা’থায় ‘আ’ঘা’ত করেন। ‘ঘট’নাস্থলেই তার ‘মৃ’ত্যু’ হয়।

ঘটনার পর ভয়ে সিরাজ পালিয়ে যায়। পরে তিশার মা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। তথ্যপ্রযুক্তি ও তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পারে সিরাজ তাকে হত্যা করেছে।

এরপর কঠোর অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জবানবন্দি নেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button