দৈনিক খবর

ওয়াহাব রিয়াজের মন্ত্রী হওয়ার খবর জানেন না অধিনায়ক ইসাসির

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে রাজনীতির মাঠের সুখর পেলেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। গতকাল শুক্রবার খুলনা টাইগার্স তারকার পাঞ্জাব তত্ত্ববধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী হওয়ার খবর এসেছে সংবাদমাধ্যমে। ক্রিকেট দুনিয়ায় এই খবর ভালোভাবেই চাউর হয়েছে। অথচ এই খবর জানা নেই বিপিএলে ওয়াহাবের অধিনায়ক ইসাসির আলি রাব্বির!

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ বলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চার রানে হেরেছে খুলনা টাইগার্স। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়াহাবের মন্ত্রী হওয়ার প্রসঙ্গটি ওঠে। তাতে খুলনা অধিনায়ক ইয়াসিরের বিস্ময় যেন আকাশ ছুঁয়েছে, ‘তাই নাকি! জানতাম না তো।’ আসলে এই বিপিএলে খুলনার যা অবস্থা তাতে অধিনায়কের কাছে বাইরের খবর না জানাটা অমূলক নয়।

তবে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে এসে সতীর্থের সুখবরটা জেনেছেন ইয়াসির। ড্রেসিংরুমে ফিরেই সতীর্থকে অভিনন্দন জানাবেন তিনি। বলেছেন, ‘(ওয়াহাব) রাজনীতি করতো জানতাম, কিন্তু মন্ত্রী হওয়ার বিষয়টি জানতাম না। এখন গিয়ে অভিনন্দন জানাব।’ কেবল রাজনীতির মাঠেই নয়, ক্রিকেট মাঠেও দুর্দান্ত সময় কাটছে ওয়াহাবের। বিশেষ করে বল হাতে।

এই বিপিএলে ১৩ উইকেট নিয়ে পাকিস্তানি পেসারই সর্বোচ্চ শিকারি। ১২ উইকেট নিয়ে তার সঙ্গে লড়াই করছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে সতীর্থের দারুণ সময় কাটলেও ভালোমন্দ মিলিয়ে দিন পার করছেন ইয়াসির। কম-বেশি রান পাচ্ছেন তিনি।

যদিও একটি ইনিংসকেও হাফসেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। সাত ম্যাচের ছয়টিতে ব্যাট করেছেন ইয়াসির। আসরে খুলনা টাইগার্স অধিনায়কের ইনিংসগুলো যথাক্রমে ২৪, ১, ২৫, ৩৬*, ২১ ও ৩০*। কিন্তু দলের ব্যর্থতায় ম্লান হয়ে যাচ্ছে ইয়াসির। রবিন লিগ রাউন্ডে বাকি পাঁচটি ম্যাচই এখন তার দল খুলনার জন্য বাঁচা-মরার উপলক্ষ।

Related Articles

Back to top button