খেলাধুলাদৈনিক খবর

সাকিব-লিটনকে রেখেই বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

এবার স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে রয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান।সাকিব ও লিটন দুজনের কেউই এই টেস্ট খেলতে আগ্রহী ছিলেন না।

৩১ মার্চ শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুই তারকা খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইপিএলের জন্য দুজনই বিসিবির কাছে অনাপত্তিপত্র বা এনওসি চেয়েছিলেন। তবে একে তো দুজনই দলের নেতৃত্বে রয়েছেন, তার ওপর বিসিবির কেন্দ্রীয় চুক্তির টেস্টের ক্যাটাগরিতেও রয়েছেন।

বোর্ডের নিয়ম অনুযায়ী তাই জাতীয় দলের খেলা ফেলে অন্য কোথাও খেলতে যাওয়ার সুযোগ নেই। দুজনের অনুরোধেও সিদ্ধান্ত পরিবর্তন করেনি বিসিবি। শেষপর্যন্ত টেস্ট খেলেই আইপিএলের পথ ধরতে হবে সাকিব ও লিটনকে। আগামী ৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ইতিহাসের প্রথম টেস্ট। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এই টেস্টের ভেন্যু।

একনজরে বাংলাদেশ টেস্ট দল= সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

Related Articles

Back to top button