খেলাধুলাদৈনিক খবর

লিটন-রনি ম্যাচের গতি নির্ধারণ করে দিয়েছিল, নতুনরাও ভয় পায়নি: সাকিব

আজ ওপেনার লিটন দাস ও রনি তালুকদার দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাদের দেখানো আক্রমণাত্মক ব্যাটিংয়ের পথে হেঁটেছেন শামীম হোসেন পাটোয়ারি, সাকিব আল হাসানরা। আবার বল হাতে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদরা ছিলেন অনবদ্য। ম্যাচ শেষে টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, এক-দুই জনের ওপর নির্ভর না করে দলের সকলের কাছে তিনি এমন অলরাউন্ড পারফরম্যান্স চান।

নতুনরা এসে ভয় না পেয়ে ক্রিকেট খেলছে। যা তাকে মুগ্ধ করেছে। আজ ম্যাচ শেষে সাকিব বলেছেন, ‘আমরা এটাই চাই। এক-দুই জনের পক্ষে সব সময় অবদান রাখা কঠিন। আমরা এমন অলরাউন্ড পারফরম্যান্স চাই। ওরা (লিটন-রনি) ওপেনিংয়ে আক্রমণাত্মক খেলে ম্যাচের গতি নির্ধারণ করে দিয়েছিল। নতুনরা ভয় পায়নি এবং পারফর্ম করেছে।’

এদিকে বাংলাদেশ ব্যাট করে ১৯.২ ওভারে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ২০৭ রান করার পর বৃষ্টি নামে। কার্টেল ওভারে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আইরিশরা। ঝড়ো শুরুও করে তারা। তাসকিন চতুর্থতম ওভারে তিন উইকেট নিয়ে ওই ঝড় থামান। তার দুর্দান্ত ওই বোলিংয়ের প্রশংসা করেছেন সাকিব।

সাকিব বলেছেন, ‘যেভাবে তারা বল করেছে, অসাধারণ। আমাদের দলে আরও ক’জন খেলোয়াড় আছে, পেসারদের দুর্দান্ত ওই বোলিংয়ের কারণে যারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না।’

Related Articles

Back to top button