দৈনিক খবররাজধানী

বঙ্গবাজারে অস্থায়ীভাবে বসছে না ব্যবসায়ীরা

এবার রাজধানীর বঙ্গবাজারের পুড়ে যাওয়া স্থানে অস্থায়ীভাবে বসার সিদ্ধান্ত থেকে সরে এসেছে দোকান মালিক সমিতি। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সাথে এ নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। আজ শনিবার দুপুরে বঙ্গবাজারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, শনিবার মেয়রের সাথে ব্যবসায়ীরা বৈঠক করবে। ক্ষতিগ্রস্তদের তালিকা সেখানে জমা দেওয়া হবে। এছাড়া সব টাকা যোগাড় হওয়ার পর মেয়র শেখ ফজলে নূর তাপস এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের কাছে তুলে দেওয়া হবে। কে কতো ক্ষতিপূরণ পাবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

এর আগে গত মঙ্গলবার ভোরে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরো তিনটি মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করে সামরিক বাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার।

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীরা তাদের এক দিনের বেতন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দিয়েছে বলে নিশ্চিত করেছে দোকান মালিক সমিতি।

Related Articles

Back to top button