দৈনিক খবর

বাংলাদেশে খেলার জন্য পিএসএল থেকে নাম তুলে নিলেন মইন আলী

চলতি মাস ফেব্রুয়ারীর শেষ দিকে বাংলাদেশে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজে তারা তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। একই সময় মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের আসর। অনেক ইংল্যান্ড ক্রিকেটার বাংলাদেশ সিরিজে না এসে পিএসএল খেললেও উল্টো পথে হাটছেন অলরাউন্ডার মইন আলী।

পিএসএল বাদ দিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে সফরে খেলার। পাকিস্তানের গণমাধ্যম সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তান সুপার লিগ থেকে নিজের নাম তুলে নিয়েছেন মইন আলী। মূলত, ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মইন আলী।

ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, বাংলাদেশ সফরের আগে খেলোয়াড় সংকটে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে প্রথম সারির অন্তত ১৫ ক্রিকেটারকে পাওয়া যাবে না এ সফরে। না থাকার তালিকায় নাম আছে জো রুট, অ্যালেক্স হেলস, স্যাম বিলিংসের মতো তারকা ক্রিকেটারদের।

তবে টাইগারদের বিপক্ষে খেলবেন মইন আলী ছাড়াও জস বাটলার, জেসন রয়রা। চোট কাটিয়ে দলে ফিরতে পারেন মার্ক উডও। চলতি মাসেই ৭ বছরের অপেক্ষা শেষে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে বিসিবির আপাতত সব প্রস্তুতি সম্পন্ন।

এদিকে প্রাথমিকভাবে ইংলিশদের বাংলাদেশে পা রাখার কথা ছিল ২০ তারিখে, এরপর খেলার কথা ছিল প্রস্তুতি ম্যাচ। তবে কদিন আগে আসে পরিবর্তন। ইসিবি জানায়, প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী না তারা। এ ছাড়া ৪ দিন পেছানো হয়েছে বাংলাদেশে আসার তারিখও।

Related Articles

Back to top button