দৈনিক খবর

প্রতিদিন সকালে নাচ শিখতে মায়ের সঙ্গে ঢাকা আসতাম : মম

নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন জাকিয়া বারী মম। গুণী এক অভিনেত্রীর নাম। ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় জয়লাভ করেন মম। এরপর ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আবির্ভাব তার।

প্রথম ছবিতেই তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিকে দেখা গেছে মমকে। এছাড়া প্রেম করব তোমার সাথে, ছুঁয়ে দিলে মন, দহনসহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

আগামী ৩ মার্চ খিজির হায়াতের ‘ওরা ৭ জন’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন মম। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

প্রশ্ন: ওটিটিতেও আপনি অভিনয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন। এসব দর্শকনন্দিত হওয়ার মূল কারণ কী?

মম: টিভি নাটকের মতো প্রতিটি ওয়েব সিরিজ খুবই যত্ন নিয়ে করেছি। কাজগুলো নিয়ে আলোচনা হয়েছে। কারণ কাজগুলোর মধ্যে ডেডিকেশন, মন ও মগজের সংযোগ ছিল। এভাবে সব কাজই ভালো হয়। এখন জীবনকে আরও কাছ থেকে বলার সময় হয়েছে। শুরু থেকে অভিনয়টাই করতে চেয়েছি। অভিনয়টাকে হৃদয়ঙ্গম করতে চেয়েছি। সেই যাত্রা এখনো অব্যাহত আছে।

প্রশ্ন: আপনার শিল্পী হওয়ার গল্প খুবই ইন্টারেস্টিং…

মম: মাত্র ৩-৪ বছর বয়সে নাচ, গান, ছবি আঁকার ক্লাসে ভর্তি হয়েছিলাম। সকালবেলা মাকে সঙ্গে নিয়ে ট্রেনে চেপে ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা করে ঢাকায় এসে নাচ শিখে আবার রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতাম। এটা চলেছে টানা ১০ বছর। শিবলী মহম্মদ ও কবিরুল ইসলাম রতন ছিলেন আমার নৃত্যগুরু। এ ক্ষেত্রে আমার মা আয়েশা আক্তারের অবদান ছিল সবচেয়ে বেশি।

প্রশ্ন: এই যে অভিনয় করেই যাচ্ছেন, ছুটে চলেছেন অবিরত ক্লান্ত লাগে না?

মম: আমি যদি ডিপ্লোমেসি করি, তাহলে বলব- না ক্লান্ত হই না। আর যদি ডিপ্লোমেসি না করি তাহলে বলতে হবে- হ্যাঁ, ক্লান্ত হই। কিন্তু মজার বিষয় হচ্ছে ক্লান্তিটা প্রতিদিনই নতুন করে আসে এবং প্রতিদিনই নতুন করে কেটে যায়। প্রতিদিন আমি নতুন নতুন চরিত্রের মাধ্যমে নতুন একজন মমকে আবিষ্কার করি।

প্রশ্ন: অভিনীত চরিত্র মমর ওপর ভর করেছে কখনো?

মম: এটা আমার ক্ষেত্রে প্রায়শই হয়। চরিত্রের যুক্তি, চরিত্রের উদ্দেশ্য, চরিত্রের চারপাশের ঘটে যাওয়া বিষয়বস্তু আমাকে যদি আশ্বস্ত না করে তাহলে আমি ঠিকমতো চরিত্রটা পোর্টেট করতে পারি না।

প্রশ্ন: আপনার নিজস্ব জগৎটা কেমন?

মম: বাস্তবতার পাশাপাশি একটা ঘোর লাগা জগৎ আছে আমার। সেটা আসলে কাউকে বলে বোঝাতে পারব না। আমি আমার প্রফেশনটাকে খুব ভালোবাসি। অভিনয়ের মধ্যে আমি আমার অস্তিত্ব অনুভব করি। আমি আসলে এই ঘোরের মধ্যেই থাকতে চাই।

Related Articles

Back to top button