Sportsদৈনিক খবর

কলকাতা পেল দুর্দান্ত ওপেনার, ‘দুঃসংবাদ’ লিটনের

এবারের আইপিএলে সাকিব মোস্তাফিজ এবং লিটন এর যাওয়ার কথা ছিল তবে শেখ দেখা যাচ্ছে সাকিব আল হাসান ছাড়া অন্য দুজন অর্থাৎ মোস্তাফিজ এবং লিটন অংশ নিচ্ছে শুধু তাই নয় আগেই চলে গিয়েছে মুস্তাফিজ। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণে একটু দেরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন লিটন দাস। প্রথমবারের মতো আইপিএল খেলতে যাওয়া লিটন এবার খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে কলকাতা একাদশে সুযোগ পেতে লিটনের প্রতিদ্বন্দ্বী রহমানুল্লাহ গুরবাজ।

এবারের আইপিএলে প্রথমবারের মতো দুই ম্যাচেই ওপেন করেছেন গুরবাজ। মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬ বলে ২২ রান করেন তিনি। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৪৪ বলে ৫৭ রান করেন তিনি। দুই ম্যাচে গুরবাজের সঙ্গে ওপেনিং জুটি গড়েছেন মনদীপ সিং এবং ভেঙ্কটেশ আইয়ার। কলকাতার এই দুই ভারতীয় ওপেনার এক অঙ্কে আউট হয়েছেন। এছাড়া জেসন রায়ের মতো আরেক বিদেশি ওপেনার আছেন কলকাতায়।

আজকের সংবাদপত্র অনলাইন থেকে সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিড অনুসরণ করুন
গুরবাজ, রয় ছাড়াও এবার লিটনের প্রতিদ্বন্দ্বী আন্দ্রে রাসেল, সুনীল নারিন। যেখানে পাঞ্জাবের বিপক্ষে ফিফটি করেছিলেন রাসেল ঝোরো। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে নারিন নেন ২ উইকেট। চার বিদেশি ক্রিকেটার খেলায় বাংলাদেশের পক্ষে এই ব্যাটসম্যানের সুযোগ পাওয়া তুলনামূলকভাবে কঠিন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ পেতে পারেন লিটন। সেক্ষেত্রে একটি দলকে চারজনের কম বিদেশি খেলোয়াড় নিয়ে খেলা উচিত।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হয়েছে গতকাল। আইপিএল খেলতে আগামীকাল বিমানে ভারত যাচ্ছেন লিটন। তিনি দৈনিক পত্রিকাকে বলেন, “এটা সত্য যে আমি আজ যাচ্ছি না। তবে আমি আপনাকে জানাব।’ তবে লিটনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আজ না হলেও আগামীকাল তিনি আইপিএল খেলতে রওনা দেবেন।সূত্র জানায়, আগামীকাল সন্ধ্যা ৭.১৫ মিনিটে একটি ফ্লাইটে আইপিএলের উদ্দেশ্যে রওনা দেবেন লিটন।

উল্লেখ্য, এবারের আইপিএলে বাংলাদেশের সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তারা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। সাকিব ও লিটনকে কিনেছে কলকাতা এবং মুস্তাফিজকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। তবে কিছুদিন আগে ২০২৩ সালের আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। আর দিল্লি তিন ম্যাচ খেললেও এখন পর্যন্ত খেলার সুযোগ পাননি মুস্তাফিজ।

Related Articles

Back to top button