দৈনিক খবর

বিচারকের নামে গ্রেফতারি পরোয়ানা

স্ত্রীর করা যৌতুক ও নারী নির্যাতন মামলায় রংপুরের সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকার ও তার পিতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এসময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের কৌসুলি খন্দকার রফিক হাসনাইন জানান, গত বছরের ২২ এপ্রিল ৩০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ডা. হৃদিতা সরকার তার স্বামী দেবাংশু সরকারসহ ৪ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ মামলা করেন।

মামলাটি আদালতের আদেশে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে। তবে বাদী প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। রফিক হাসনাইন বলেন, বুধবার (৮ ফেব্রুয়ারি) আদালতের বিচারক তদন্তের বিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার জাকির হোসেন ও তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে দেবাংশু কুমার সরকার ও তার পিতা সুধাংশু কুমার সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বাদীর নারাজির আবেদন আংশিক মন্জুর করেন আদালত।

Related Articles

Back to top button