Countrywideদৈনিক খবর

নিউ মার্কেটে আগুন লাগার জন্য যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা

রাজধানীর নিউমার্কেট এলাকার পাশে অবস্থিত নিউ সুপার মার্কেটের কাপড়ের দোকানসহ আরো বেশ কিছু অন্য জিনিসপত্রের দোকানে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ৩ ঘণ্টার ও বেশি সময় ধরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেস্টা করলে কিছুটা সফল হন তারা। তবে আগুন সেই সময় পুরোপুরি নেভাতে পারেননি তারা। ডাম্পিংয়ের কাজ চলছিল বলে জানিয়েছিল ফায়ার সার্ভিসের ডিজি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে ফুটওভার ব্রিজ ভাঙাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ফুটওভার ব্রিজ ভাঙার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, যা নেভাতে পারেনি বলে অভিযোগ তাদের। আমরা আপাতত ফুটওভার ব্রিজ না ভাঙার দাবি জানিয়েছিলাম। অন্তত সিয়ামের মাসে ভাঙা বন্ধের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি।

এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, মার্কেট ও দ্বিতীয় তলায় লাগানো সিঁড়ি ভাঙতে গিয়ে মার্কেটে আগুন লাগাইছে। নিচে কাপড়, ওপরে কাপড়, পাশে কাপড়- এই ওয়েল্ডিংয়ের আগুন কাপড়ে লাইগা মার্কেটে ধাপ কইরা ঢুকে গেছে। এটা সম্পূর্ণ সিটি কর্পোরেশনের দোষ। এরা ব্রিজ ভাঙতে গিয়ে মার্কেট জ্বালায় ফেলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা সব বিষয় মাথায় রেখে তদন্ত করব। এগুলো নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হবে।

এদিকে অনেকে বলেছেন, সম্প্রতি যত গুলো আগুন লাগার ঘটনা ঘটেছে, সেগুলো ভোর রাতেই ঘটেছে। যেটা নিয়ে প্রশ্ন জেগেছে সাধারন মানুষের মাঝে। তবে এই ঘটনার পেছনের কারন খুঁজতে মাঠে নেমেছে গোয়েন্দা বিভাগ।

Related Articles

Back to top button