জাতীয়দৈনিক খবর

দরিদ্রদের চিকিৎসা দিতে আমৃত্যু সংগ্রাম করেছেন ডা. জাফরুল্লাহ

এবার স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবার ১১ এপ্রিল রাতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক শোক বার্তায় বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে অসংখ্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়ে যে অবদান তিনি রেখে গেছেন জাতি শ্রদ্ধা ভরে তাঁর সেই অবদান স্মরণ করবে। স্বাধীনতা উত্তর কালে গ্রামে গ্রামে চিকিৎসা সেবা পৌঁছে দিতে ও দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দিতে আমৃত্যু সংগ্রাম করে গেছেন তিনি।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে আমৃত্যু দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাওয়া এই মানুষটির জীবনাচার ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় আরো উজ্জীবিত করবে।

Related Articles

Back to top button