দৈনিক খবর

এবার চঞ্চল চৌধুরী নতুন লুকে প্রশংসায় ভাসছেন

‘পদাতিক’ নামের সেই বায়োপিকে মৃণালের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি বছর শুরুর দিকে প্রকাশ করা হয়েছিল সিনেমাটিতে মৃণালের চরিত্রে চঞ্চলের লুক। যা দেখে অবাক হন নেটিজেনরা। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে তার বায়োপিক নির্মাণ করছেন কলকাতার নামকরা পরিচালক সৃজিত মুখার্জি। এবার মৃণালের লুকে আরও কিছু ছবি প্রকাশ পেয়েছে চঞ্চলের। যা দেখে অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগী এবং তার সহকর্মী বন্ধুরা।

এমন চারটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। বন্ধু চঞ্চলের এমন লুকে মুগ্ধতা প্রকাশ করে তিনি লেখেন, ‘তুই আর কি কি অনবদ্য অভিনয়ে, গেট-আপে চমকে দিবি, সেই ভয়ে ভীত থাকি বন্ধু⁉ তুই আমাদের অভিনয় জগতের এক অন্য অহংকার, অন্য ভালবাসা! অপেক্ষায় আলোড়িত হচ্ছি রোজ, কবে দেখব তোর এবারের চমক! তোর অবিরাম সাফল্য কামনা করি।’

চঞ্চলের এই ছবিগুলো শেয়ার করা হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপেও। সেখানেও প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। চঞ্চলের সেই ছবিগুলো পোস্ট করে চিত্রনায়িকা নূতন লেখেন, ‘পারফেকশনিস্ট। তোমাকে ভালোবাসি। তোমার ভক্ত।’ এরপর হার্ট ইমো দিয়ে লেখেন, ‘আমাদের চঞ্চল চৌধুরী।’

তেমনই এক ফেসবুক গ্রুপে এক নেটিজন মন্তব্য করেন, ‘প্রথমে ভেবেছি প্রকৃত মৃণাল সেন বনাম চঞ্চল চৌধুরী। কিন্তু একটু খেয়াল করতেই স্তব্ধ, পুরাই ধামাকা। সেরার সেরা কিছু হতে যাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘পুরাই মৃণাল সেন!’

চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে এমন অংসখ্য মন্তব্যে চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

উল্লেখ্য, মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ‘পদাতিক’ চলচ্চিত্রে তুলে আনার ভাবনা রয়েছে পরিচালকের। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে।

মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের জন্য লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। কিন্তু এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি। এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন।

Related Articles

Back to top button