দৈনিক খবর

পুত্রবধূর ঝাড়ুর আঘাতে ঝরল শাশুড়ির প্রাণ

এবার পাবনার আটঘরিয়ায় পুত্রবধূর ঝাড়ুর আঘাতে শাশুড়ি মর্জিনা খাতুনের (৫৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রবিবার ১৯ ফেব্রুয়ারি ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি তিনি আহত হন। মর্জিনা উপজেলার মাছপাড়া ইউনিয়নের দক্ষিণ হারানপাড়া গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী।

জানা যায়, বাড়ির ছাগল বাঁধাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুপুরে ছোট পুত্রবধূ খুশি খাতুনের সঙ্গে তার শাশুড়ি মর্জিনার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুত্রবধূ খুশি তার হাতে থাকা ঝাড়ু দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আড়াইশ’ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। রোববার ভোর ৪টার দিকে অবস্থার অবনতি হওয়ায় স্বজনরা তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। শাশুড়ির মৃত্যুর পর থেকে পুত্রবধূ খুশি পলাতক রয়েছেন।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে বিভিন্ন সময় ওই পরিবারের ঝামেলা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় মর্জিনার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। তবে, পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ দেয়নি।

Related Articles

Back to top button